অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহন পৌরসভার মেয়রের বিচারের দাবীতে মানববন্ধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২১ রাত ০৯:৫৯

remove_red_eye

৪৫০



লালমোহন প্রতিনিধি  : ভোলার লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনকে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে । রবিবার বিকালে পৌর শহরের চৌরা¯ত্মার মোড়ে লালমোহন পৌরসভার সর্বস্তরের নাগরিকবৃন্দ নামে ব্যনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে লালমোহন পৌরসভার ১২টি ওয়ার্ডের নারী-পুর¤œষ এবং কাউন্সিলররা অংশ নেন। পরে চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন লালমোহন পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক আনম শাহজামাল দুলাল ও পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমূখ ।
এসময় বক্তারা এমদাদুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিচারের দাবী করেন। মেয়র পদ থেকেও তাকে বহিস্কারের দাবী জানান বক্তারা।
এর আগে গত ৫ জানুয়ারী শফিকুল ইসলাম বাদল বাদী হয়ে ভোলার স্পেশাল জজ আদালতে মেয়র তুহিনের বির¤œদ্ধে প্রায় পঞ্চাশ কোটি টাকা আত্মসাৎসহ বিভিন্ন দুর্ণীতি অনিয়ম ও সে”ছাচারিতার অভিযোগ এনে মামলা করেন। মামলাটি বর্তমানে বরিশাল দুর্ণীতি দমন কমিশনে তদাšত্মাধীন রয়েছে।