অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে মুক্তিযোদ্ধা মঞ্চের উদ্যোগে এমপি মুকুলকে ফুলেল শুভেচ্ছা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২১ রাত ১০:১১

remove_red_eye

৫৫৮



 দৌলতখান প্রতিনিধি :  ভোলার দৌলতখানে মুক্তিযোদ্ধা মঞ্চের উদ্যোগে ভোলা-২ আসনের মাননীয়  সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুলকে ফুলেল শুভেচ্ছা প্রধান করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) বেলা ১২ টায়  মুক্তিযোদ্ধা মঞ্চ দৌলতখান শাখার উদ্যোগে ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুলের গ্রামের বাড়ীতে মুক্তিযোদ্ধা মঞ্চের নেতৃবৃন্দ এ ফুলেল শুভেচ্ছা প্রধান করেন।
এর আগে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ বছরের জন্য মুক্তিযোদ্ধা মঞ্চ দৌলতখান শাখা'র কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি  মোঃ নিরব ফরাজী , সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন , সৈয়দুপুর ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ মাহমুদ জয়।  এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মঞ্চের সহ সভাপতি আবু জাফর , আশরাফ ফরাজী,  মোঃ হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তারেক, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম রনি, আরিফ খান জয়সহ সংগঠনের নেতৃবৃন্দ ।