অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত অধ্যক্ষ মাকসুদুর রহমান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২১ রাত ১০:১০

remove_red_eye

৫১৭


চরফ্যাশন  প্রতিনিধি :  চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম মাকসুদুর রহমান বাচ্চুকে হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সরকারি কলেজ প্রাঙ্গণে জানাজা শেষে দাফন করা  হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯ টায় চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডস্থ তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮১ বছর।  তিনি স্ত্রী, ৩ কন্যা ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার (৯জানুয়ারি) বাদ আসর চরফ্যাশন সরকারি কলেজ মাঠে জানাজা শেষে কর্মস্থল সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে  তাকে দাফন করা হয়েছে ।
এদিকে প্রিয় স্যার কে শেষ বারের মতো দেখতে তার জানাজায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন। প্রাক্তন এ অধ্যক্ষের সহকর্মীরা বলেন, মাকসুদুর রহমান বাচ্চু স্যার ছিলেন একজন সাদা মনের সহজ সরল মানুষ।