অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০১৯ রাত ০৮:৫৫

remove_red_eye

৭৮৩

তজুমদ্দিন প্রতিনিধি : মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিনে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মু.মাহফুজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, ফজিলতুন্নেছা সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার দাস ও সাংবাদিক রুবেল চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউ.ডি.এফ কাজী মোঃ এনামুল হক।