অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহন পৌর মেয়র তুহিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২১ রাত ১১:২২

remove_red_eye

৪৫৩




পৌর আ’লীগের বিশেষ বর্ধিত সভা

লালমোহন প্রতিনিধি : লালমোহন পৌরসভা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা লালমোহন আওয়ামীগের কার্যালয়ে ৬ জানুয়ারী বিকালে  অনুষ্ঠিত হয়। বিশেষ বর্ধিত সভায় পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন এর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অনিয়ম, দূর্ণীতি করায় পৌরসভা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠন মেয়রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তার বিচার দাবী করেন। গত ০৪/০১/২০২১ইং তারিখে আলহাজ¦ সফিকুল ইসলাম বাদল বাদী হয়ে লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন এর বিরুদ্ধে দূর্ণীতি, ক্ষমতার অপব্যবহার, কমিশন বানিজ্য, বিধি বর্হিভ‚ত টেন্ডার দেখানো সহ বিভিন্ন অভিযোগ নিয়ে দূর্ণীতি দমন আইন ২০০৭ এর ১৩ (৩) ধারায় ভোলা বিজ্ঞ স্পেশাল জর্জ এ.বি.এম মাহমুদুল হক এর আদালতে মামলা করে, যার নং- ০১/২০২১ইং।
এ সময় বক্তরা বলেন, মেয়র এমদাদুল ইসলাম তুহিন এক সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। সেখান থেকে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর আওয়ামীলীগে যোগ দিয়ে মেয়র নির্বাচিত হয়ে ক্ষমতার দাপট দেখিয়ে নেতা-কর্মী সহ সকলের সাথে অসৎ আচরন শুরু করেন। সে মেয়র নির্বাচিত হওয়ার পর লালমোহন থানার মোড় হতে লালমোহন উত্তর বাজার ব্রীজ পর্যন্ত প্রবাহমান খালের উপর বিধি বর্হিভ‚ত ভাবে মার্কেট নির্মান করেন যাহা জনস্বার্থ এবং পরিবেশ বিরোধী। তিনি গোপন এবং চাপা টেন্ডার সহ পৌরসভার হাট বাজার অবৈধ ভাবে তার আত্মীয়-স্বজনের নামে বে-নামে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। পৌর আওয়ামীলীগের আহবায়ক সফিকুল ইসলামবাদলের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন- লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন- লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেজবাগ উদ্দিন আরজু ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আ.ন.ম শাহজামাল দুলাল, মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, খালেক সওদাগর, জয়নাল আবেদীন হাওলাদার, কাউন্সিলর হেলাল উদ্দিন, পৌর যুবলীগের সভাপতি পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল কবির, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন, পৌর সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, পৌর মহিলা আওয়ামীলীগের আহবায়ক সালমা জাহান বুলু। পৌর ছাত্রলীগের আহবায়ক রাসেল হাওলাদার, পৌর সেচ্ছাসেবকলীগের আহবায়ক সাইফুর রহমান আবির, পৌর শ্রমীকলীগের সাধারন সম্পাদক নয়ন পঞ্চায়েত সহ পৌরসভা আওয়ামীলীগের সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।