অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় মটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২১ রাত ১১:১৮

remove_red_eye

৬৪৯



মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ভাড়ায়চালিত মটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হন। মঙ্গলবার রাত ১০ টায় উপজেলার রামনেওয়াজ তুলাতলী বাজারে সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে। বুধবার দুপুরে নিহত ওই ব্যবসায়ীর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান এমপি জ্যাকব। নিহত ব্যবসায়ী হলেন, উপজেলা মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজারের মুদি ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম (৬০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিহত ব্যবসায়ী হাজি নুর ইসলাম মসজিদে নামাজ শেষে নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এই সময় নিয়ন্ত্রন হারিয়ে ভাড়া চালিত মটরসাইকেল ধাক্কা মেরে ফেলে দেয়। পরে গুরুত্বর আহত অবস্থায় ব্যবসায়অকে উদ্ধার করে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।