অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার মেঘনায় যাত্রীবাহি ট্রলার ডুবি, আহত ২০


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২১ সন্ধ্যা ০৬:২৮

remove_red_eye

৫২৩

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরা থেকে নোয়াখালী জেলার হাতিয়ার চেয়ারম্যান ঘাট যাওয়ার পথে সমুদ্রগামী মাছ ধরার ট্রলারের ধাক্কায় দুইশতাধিক যাত্রী বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হাজিরহাট ল্যান্ডিং স্টেশন সংলগ্ন মেঘনায় এই দূর্ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য ওই দুইশতাধিক যাত্রী প্রাণে রক্ষা পেলেও ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের মনপুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ট্রলারে থাকা সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষে থেকে নিশ্চিত করা হয়েছে।


নৌ-দূর্ঘটনায় আহতদের মধ্যে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা আয়শা বেগম (৭ মাস), তানজু বেগম (৫), রিপা বেগম (৩০), হেলাল (৫৫), জসিম (৫৫), দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা মনোয়ারা বেগম (৫০), স্বপ্না বেগম (৪০), রিপাত (৭), রেহানা (৩০), মুনতাহা (২), ফারজানা (৬), এছাড়াও লালমোহন উপজেলার রুবেল (১৯), নোয়াখালীর নাজিম (২০) ও নুরনবী (১৮) এর নাম পাওয়া গেছে।

উদ্ধার হওয়া যাত্রীরা জানান, মনপুরার মাষ্টারহাট ঘাট থেকে দুইশতাধিক যাত্রী ও গবাদি পশু নিয়ে আলাউদ্দিন মাঝির যাত্রীবাহী ট্রলার নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাটে পথে রওনা দেয়। পথে মনপুরার হাজিরহাট ল্যান্ডিং স্টেশন ঘাট সংলগ্ন মেঘনায় ইসলাম মাঝির সমুদ্রগামী মাছ ধরার ট্রলারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীবাহি ট্রলারের একপাশ ভেঙ্গে গিয়ে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা যাত্রীরা মেঘনায় পড়ে যায়। পরে স্থানীয়রা মেঘনায় পড়ে যাওয়া যাত্রীসহ গবাদি পশু উদ্ধার করে। তবে এই ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ট্রলার ডুবির ঘটনায় সকল যাত্রী উদ্ধার হয়েছে। তবে যাত্রীবাহি ট্রলারের মাঝি আলাউদ্দিন মৌখিক অভিযোগ দিয়েছে।


এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, ট্রলার ডুবির ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সবধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।