অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলার কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০১৯ রাত ১০:০৬

remove_red_eye

৬৪৬

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক :ভোলার ভেলুমিয়া এলাকায় ফারজানা (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারজানা ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গাজীর চর এলাকার মোঃ স্বপনের মেয়ে। মঙ্গলবার সকালে ওই এলাকার তার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন চার্জ মোঃ আরমান হোসেন জানান, নিহতের মা মা লিলুফা বেগম তাকে ঘরে একা রেখে সকাল ১০টার দিকে স্থানীয় বাজারে বিদ্যুৎতের বিল জমা দেওয়ার জন্য যান। এক ঘন্টা পর বাড়ি ফিরে ঘরের দরজা জানালা বন্ধ। পরে দরজা খুলে ভিতরে প্রবেশ করে তিনি ঝুলন্ত লাশ দেখতে পায়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘঁনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।