অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২১ বিকাল ০৫:৩২

remove_red_eye

৬০৯

অচিন্ত্য মজুমদার:  ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) ভাসমান ময়দেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মুচিরপোল এলাকার খাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানায়, স্থানীয়রা বৃদ্ধের মরদেহটি খালে ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার যায়নি। প্রাথমিক তদন্তে নিহতের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

উল্লেখ্য, একদিন আগে গত রোববার রাতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চৌমহনি বাজার এলাকা থেকে মহিউদ্দিন কালু নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।