অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে গোল্ডকাপ ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২১ রাত ১০:৪২

remove_red_eye

৬৬০


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলায় আলহাজ¦ ফখরুল আলম জাহাঙ্গীর  গোল্ডকাপ ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জানুয়ারি) রাতে সাড়ে ৮ টার দিকে তজুমদ্দিন উপজেলার নূরিয়া স্কুল মাঠে টেলি কনফারেন্সের মাধ্যমে এ টুনামেন্টের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথির বক্তব্যে নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন যেমন দ্রæত এগিয়ে যাচ্ছে তেমনি দেশের ক্রীড়াঙ্গলও দ্রæত এগিয়ে যাচ্ছেন। খেলাধুলার মাধ্যমে দেশের মূখ উজ্জল করছেন খেলোয়াররা।
মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক হাসান, সাধারণ সম্পাদক মিজান পোদ্দার, তজুমদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তুহিন তালুকদারসহ প্রমূখ। উদ্বোধনী খেলায় মোহাম্মদপুর ক্রিকেট একাদশ ও আইসিটি হেল্ক ডেস্ক মুখোমূখি হয়। এতে মোহাম্মদপুর ক্রিকেট একাদশ ৯ রানে জয়ী হয়। এ টুনামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করবে।