অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলার ইলিশায় সরকারি টল ঘরে শিক্ষকের মুরগির ফার্ম


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০১৯ রাত ১০:১১

remove_red_eye

৬২২

 

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ০৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট বাজারে সরকারি ভাবে দেওয়া টল ঘরে মুরগির ফার্ম দেওয়ার অভিযোগ উঠেছে । স্থানীয় এক মহিলা ইউপি সদস্য শাহানা বিলকিস স্বামী ও চর আনন্দ মফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ আলমগীর বকশি প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে সরকারি টল ঘরে মুরগির ফার্ম দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মালের হাট বাজারের ব্যবসায়ীদের জন্য সরকারি ভাবে দেওয়া টল ঘর নিজেদের জমি দাবী করে বয়লার মুরগির ফার্ম দিয়েছেন স্থানীয় মহিলা মেম্বার এর স্বামী ও মাদ্রাসার শিক্ষক প্রভাবশালী আলমগীর বকসী ।
নাম প্রকাশ না করার স্বত্বে ঐ বাজারের একাদিক ব্যবসায়ী জানান, আলমগীর বকশি ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি টল ঘর নিজের মুরগির ফার্ম দিয়েছেন। তারা পারেনা এমন কোন কাজ নেই। তারা সবাই চাকরীজীবি এবং আলমগীর বকশিসের স্ত্রী স্থানীয়ন জনপ্রতিনিধি। যার জন্য তারা এমন ক্ষমতা দেখাচ্ছে।
তবে স্থানীয় ইউপি সদস্য মোঃ কামাল হোসেন বলেন, টহল ঘরটি এলজিইডি একটি প্রোজেক্ট এর মাধ্যমে করেছে। কিন্তু হঠাৎ আলমগীর মাষ্টার মুরগি ফার্ম দিয়েছে। তবে কিভাবে দিয়েছে সেটা জানিনা। পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন আহমেদ জানান, আলমগীর বকশিসরা সরকারি টহল ঘরে মুরগী ফার্ম দিয়েছে শুনেছি এবং মুরগী পালনের কারনে পরিবেশও নষ্ট হচ্ছে। অভিযোগের বিষয়ে আলমগীর বকশিসর সাথে যোগাযোগ করলে তিনি জানান, টল ঘরের ওই জমি তার। তার জমিটি সরকার অধিগ্রহন করেনি। জমির খাজনাও তারা দেন। তাই তিনি টল ঘরে মুরগির ফার্ম দিয়েছেন। সরকার যদি চায় তা হলে ওই টল ঘর ছেড়ে দিবেন।