অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় নতুন বই নিতে স্কুলে কোমলমতি শিক্ষার্থীরা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২১ রাত ০৮:১৩

remove_red_eye

৬১৬



মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বছরের শুরুতে নতুন বই নিতে স্কুলে স্কুলে ছুটে গেছেন কোমলমতি শিক্ষার্থীরা । যেন নতুন বই মাতায়োরা শিশু শিক্ষার্থীরা। এযেন অঘোষিত বই উৎসব বিরাজ করছিল প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলে।

তবে লক্ষণীয় বিষয় করোনা ভয়কে উপক্ষো করে প্রত্যেক শিশু অভিভাবকদের সাথে নিয়ে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করে বই নিতে স্কুলে ছুটে যায়। আর প্রত্যেক শিক্ষার্থী নতুন বই পেয়ে খুশিতে আতœহারা হতে দেখা গেছে। এটা ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ের প্রত্যেকটি স্কুলের চিত্র।

এদিকে শুক্রবার সকাল ১০ টায় হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে শাররীক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে বই বিতরন করেছেন উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান মনির। এই সময় ওই স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী সাউদা, নুসাইবা, মিশু, শাহেদ, রাতুল সহ অনেকে জানান, নতুন বই নিতে স্কুলে এসেছি। আমরা অনেক খুশি।

এদিকে শিশু শিক্ষার্থীর অভিভাবকরা জানান, নতুন বই স্কুলে দিবে শুনে সকালে ঘুম থেকে উঠে স্কুলের পোশাক পরিধান করে স্কুলে যাওয়ার বায়ন ধরে বসে রয়েছে। অনেক অভিভাবক জানিয়েছেন, শিশুরা বাধ্য করায়, তারা করোনার ভয়কে উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের নিয়ে স্কুলে বই নিতে এসেছেন।

এছাড়াও মাধ্যমিক পর্যায়ে প্রতিটি ক্লাসে তিনটি গ্রæপে ভাগ করে বই বিতরন করা হচ্ছে বলে জানিয়েছেন হাজিরহাট হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন।