অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে কাউন্সিলর প্রার্থী কামাল ও মনজুরের মনোনয়নপত্র দাখিল


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২০ রাত ১০:৩৩

remove_red_eye

৫২৮

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা ছাত্রলীগ সম্পাদক ও পৌরসভা ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামাল পারভেজ। বুধবার দুপুর ১ টায় উৎসমুখর পরিবেশে নির্বাচনী আচরণ বিধি মেনে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এ মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার  বেগম খালেদা আক্তার ফেন্সী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোতালেব হোসেন সবুজ।


এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা ৬ নং ওয়ার্ডে ভোটারদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করেন কামাল পারভেজ। এসময় তিনি বলেন, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল’র নির্দেশে যদি পৌরসভা ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হই, তাহলে ৬ নং ওয়ার্ডকে মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলবো। এছাড়াও রাস্তা-কালভাট ব্রীজ ও ড্রেনেজ ব্যবস্থার প্রাধান্য দিবো। ৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগ সহসভাপতি আক্তার,নিরব ফরাজী ,বেল্লাল হোসেন, পূজা কমিটির সম্পাদক ফরিমল,উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মমিনসহ আরও অনেকে।


এদিকে বুধবার বেলা ১১ টায় পৌর ছাত্রলীগ সভাপতি ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনজুর আলম ভোটারদের নিয়ে দোয়া ও মিলাদের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ সম্পাদক কামাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সুমনসহ আরও অনেকে। দোয়া-মিলাদ শেষে, নির্বাচন অফিসে এসে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার  বেগম খালেদা আক্তার ফেন্সীর কাছে মনজুর আলম মনোনয়নপত্র জমা দেন।


নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে দৌলতখান পৌরসভা নির্বাচন। ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলে শেষ দিন। ৩ জানুয়ারি বাছাইয়ের শেষে দিন ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি। এযাবৎ পৌরসভায় দুইজন মেয়র প্রার্থী ও নয়টি ওয়ার্ড থেকে ৩০ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত ১০ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সাধারণ ছয়জন ও সংরক্ষিত দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।