দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২০ রাত ১০:৩৩
৪৫
দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা ছাত্রলীগ সম্পাদক ও পৌরসভা ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামাল পারভেজ। বুধবার দুপুর ১ টায় উৎসমুখর পরিবেশে নির্বাচনী আচরণ বিধি মেনে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এ মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বেগম খালেদা আক্তার ফেন্সী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোতালেব হোসেন সবুজ।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা ৬ নং ওয়ার্ডে ভোটারদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করেন কামাল পারভেজ। এসময় তিনি বলেন, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল’র নির্দেশে যদি পৌরসভা ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হই, তাহলে ৬ নং ওয়ার্ডকে মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলবো। এছাড়াও রাস্তা-কালভাট ব্রীজ ও ড্রেনেজ ব্যবস্থার প্রাধান্য দিবো। ৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগ সহসভাপতি আক্তার,নিরব ফরাজী ,বেল্লাল হোসেন, পূজা কমিটির সম্পাদক ফরিমল,উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মমিনসহ আরও অনেকে।
এদিকে বুধবার বেলা ১১ টায় পৌর ছাত্রলীগ সভাপতি ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনজুর আলম ভোটারদের নিয়ে দোয়া ও মিলাদের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ সম্পাদক কামাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সুমনসহ আরও অনেকে। দোয়া-মিলাদ শেষে, নির্বাচন অফিসে এসে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বেগম খালেদা আক্তার ফেন্সীর কাছে মনজুর আলম মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে দৌলতখান পৌরসভা নির্বাচন। ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলে শেষ দিন। ৩ জানুয়ারি বাছাইয়ের শেষে দিন ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি। এযাবৎ পৌরসভায় দুইজন মেয়র প্রার্থী ও নয়টি ওয়ার্ড থেকে ৩০ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত ১০ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সাধারণ ছয়জন ও সংরক্ষিত দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভোলা পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা
ভোলায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সভা
ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ
চরফ্যাসনে সাংবাদিকদের কলম বিরতি
জনগণের খেদমতে নিজেকে উৎসর্গের ঘোষণা দিলেন ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান
চরফ্যাশনে নির্বাচন পরবর্তী হামলায় আহত-৪
ভোলা পৌরসভার নব নির্বাচিত মেয়র মনিরুজ্জামানকে বিভিন্ন মহলের ফুলের শুভেচ্ছা অভিনন্দন
দৌলতখানে সেলাই মেশিন দেওয়ার নামে অর্থ আত্নসাতের অভিযোগ
তজুমদ্দিনে আ’লীগের সম্পাদক ফজলুল হকের গাড়ি ভাংচুর
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ২২ জেলের জেল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ১০ জন করোনা আক্রান্ত
ভোলায় বাল্যবিয়ে কথা বলে চাঁদাদাবী : আটক হলো ২ কথিত সাংবাদিক
ভোলায় হাসপাতালের টেকনিশিয়ানসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত