অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে পূজা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২০ রাত ১০:২০

remove_red_eye

৭৫৬

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির সফলতা ও সমৃদ্ধি কামনা করে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ। মঙ্গলবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে নবনির্বাচিত কমিটির হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান সংগঠনটির নেতৃবৃন্দ। 
 
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু, পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, সহ সভাপতি বিকাশ মজুমদার, শিবু কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রবিশ্বর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক প্রনয় কুমার সাহা, সহ সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, সহ দপ্তর সম্পাদক রাজন সাহাসহ অন্যান্যরা। 
 
এছাড়া উপস্থিত ছিলেন নব নির্বাচিত প্রেসক্লাব কমিটির সহ-সভাপতি জুন্নু রায়হান, সহ-সম্পাদক হোসাইন সাদী,  কোষাধ্যক্ষ এম হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক এম ছিদ্দিকুল্লাহ, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. তৈয়বুর রহমান, পাঠাগার সম্পাদক মো. মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য মো. নাছির লিটন এবং মেজবসহ উদ্দিন শিপু, জনকন্ঠ ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসিব রহমান প্রমুখ। 
 
এসময় বক্তারা বলেন, নব-নির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ ঐতিহ্যবাহি ভোলা প্রেস ক্লাবের ভাবমুর্তি রক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষা এবং এ পেশার মান উন্নয়নে বলিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে।




আরও...