অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলার আহলে হাদিসের মসজিদে হামলা মামলায় ১৯ আসামীর জামিন না মঞ্জুর


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০১৯ রাত ১০:২৩

remove_red_eye

৫৯৬

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বাপ্তায় আহলে হাদিসের মসজিদ ভাংচুর অগ্নি সংযোগের মামলায় অভিযুক্ত ১৯ আসামীর জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোলা সদর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামীরা হাজির হলে আদালতে বিজ্ঞ জজ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আলী হায়দার কামাল তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
মুক্তিযোদ্ধা মো: নুর ই আলম জানান, ২০১৮ সনের ১ জানুয়ারী ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা ১ নং ওয়ার্ডে আহলে হাদিস অনুসারীরা ২৩ শতাংশ ওয়ার্কফ জমির উপর একটি মসজিদ নির্মান করে। মাসআলা মাসায়েলার বিষয় নিয়ে গত ২০১৮ সনের ১১ জুলাই এলাকার ছগির বাহিনীর নেতৃত্বে কতিপয় ব্যক্তি মসজিদে হামলা চালিয়ে ভাংচুর।ওই দিনই সন্ধ্যায় মসজিদের মালামাল লুট করে আগুনদিয়ে পুড়িয়ে দেয়া হয় মসজিদটি। এঘটনায় মুক্তিযোদ্ধা মো: নুর ই আলম বাদী হয়ে একটি মামলা দাখিল করা হয়। যার নং সি আর ৩৫৬/১৯ ভো। পিবিআই তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করেন। ওই মামলার ১৯ আসামী ছগির আহমেদ (৫৮), রফিকুল ইসলাম নান্নু (৪২), আমিনুল ইসলাম (৫০),আলমগীর (৫০), আবুল কালাম (৫৬), নাহিদ (২৫), ইলিয়াস (৫৫),বাবুল মাল (৫০), শাহাবুদ্দিন (৪৫),সিপলু (২৮), নাহিম (২৫),রুহুল আমিন (২৫), জাকির হোসেন (৩০),জামাল (৩০),কামাল (৪০), ফারুক (৪৫), মাইনউদ্দিন (৫০),আরিফুল ইসলাম বাবুল (৩২), সাইফুল ইসলাম (৩৫)। আহলে হাদিস মসজিদে হামলা অগ্নি সংযোগ মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট সালাউদ্দিন হাওলাদারের সহকারী এ্যাডভোকেট মশিউর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেন। এ দিকে ১৯ আসামীকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরনের প্রতিবাদে ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির পক্ষ থেকে দুপুরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ভোলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির নেতা মাওলানা আতাউর রহমান জানান, তাদের ইসলামী আন্দোলন পরানগঞ্জ শাখার সদস্য ডা. সাইফুল ওই ১৯ আসামীর মধ্যে রয়েছে। ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আজ বুধবার বেলা ১১১ টায় শহরের হাট খোলা মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আহলে হাদিনের কার্যক্রম বন্ধসহ আহলে হাদিসের নেতা কামরুল ইসলাম বাবুলের গ্রেফতার ও ওই ১৯ আসামীর জামিনসহ নিঃশর্ত মুক্তির দাবীতে অবস্থান কর্মসূচী পালন করা হবে।