অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২০ রাত ১১:২০

remove_red_eye

৯৮০


বাংলার কণ্ঠ প্রতিবেদক :  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভোলার গজনবী স্টেডিয়ামে “ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার প্রতিযোগিতার  উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।  উদ্বোধনী ম্যাচে ডিএস বøু দল ২৯ রানে হারিয়েছে ডিএস গ্রীণ দলকে। করোনা কালিন সময়ের মধ্যে এইটি গজনবী স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টুর্ণামেন্ট।  সোমবার বেলা ১১ টায় ভোলা গজনবী স্টেডিয়োমে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী পর্বের পরই শুরু হয় মূল প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে ডিএস বøু দল ২০ ওভারে ৬ ইউকেটে ১৫৩ রান করে।  জবাবে ডিএসএ গ্রীণ  দল নির্ধারিত ওভারে ৭ইউকেট হারিয়ে ১২৪ রান করে। ২৯ রানে জয়ী হয় ডিএসএ বøু দল। বিজয়ী দলের অল রাউন্ডার মো. বান্না ৩৪ রান ও ২ ইউকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে। করোনার দুর্যোগ কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরতে পেরে  উচ্ছসিত খোলোয়াড়ও আয়োজকরা। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উলক্ষে জেলাক্রীড়া সংস্থা আয়োজিত এ প্রতিযোগিতায় ৩টি দল অংশ নিবে।  প্রতিযোগিতা শেষ হবে আগামী ৪ জানুয়ারী।