অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিন প্রেসক্লাবের কমিটি গঠন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে ডিসেম্বর ২০২০ রাত ০৯:৫৩

remove_red_eye

৭১১



রফিক সাদী সভাপতি নুরুন্নবী সম্পাদক


তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন প্রেসক্লাবের নতুন কমিটিতে দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মোঃ রফিক সাদীকে সভাপতি ও দৈনিক যায়যায় দিন প্রতিনিধি এম নুরুন্নবীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
 ২৫ ডিসেম্বর বিকেল ৩টায় প্রেসক্লাবের এক বার্ষিক সাধারন সভায় ২০২১ ও ২০২২ সালের জন্য ১৭ সদস্যের এ কমিটি গঠিত হয়েছে। কমিটির ৩ জন সহ-সভাপতি হলেন- মোঃ ফারুক হোসেন (আমারসংবাদ) , এম ফরিদ উদ্দিন (মানবজমিন) ও শরীফ আল-আমীন (ভোরের কাগজ), ৩ জন যুগ্ন সাধারন সম্পাদক এমএহান্নান (দৈনিক আজকাল), এম. নয়ন (বাংলার কন্ঠ) ও মোঃ জিহাদ (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক ২জন হলেন- এম. হালিম (ভোলা টাইমস) ও সেলিম রেজা (দেশ জনপদ), কোষাধ্যক্ষ মোঃ আক্তার হোসেন (বরিশাল বার্তা), প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ মোশারফ হোসেন (বরিশাল সমাচার) এবং নির্বাহী সদস্য গাজী আব্দুল জলিল (নয়া দিগন্ত), মোঃ মুঈনউদ্দিন (বরিশার সময়), হেলাল উদ্দিন লিটন (দিনকাল), ফখরে আজম পলাশ (স্বাধীন সংবাদ), তরুন কুমার দাস (মতবাদ)। নির্বাচন পরিচালনা করেন গাজী আব্দুল জলিল ও আজিম উদ্দিন লিটন।
এর আগে রফিক সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সধারণ পরিষদের এ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক তরুন কুমার দাস। এ সময় বক্তব্য রাখেন, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, ভোলা দর্পন ওমর আসাদ রিন্টু, সাইদুর রহমান রিপন,মো: আরিফ হোসেন প্রমূখ।