অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় ৫ শত হতদরিদ্রকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল কোস্টগার্ড


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২০ রাত ১০:০৭

remove_red_eye

৫৫৫

মনপুরা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দূর্গম মনপুরায় মেডিকেল ক্যাম্প করে ৫ শত হতদরিদ্রকে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসাসেবা দিল কোস্টগার্ড দক্ষিণ জোনের মেডিকেল টিমের সদস্যরা। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে এই সেবা দেওয়া হয়। চিকিৎসা নেওয়া বিনা বালা, ফাতেমা, রাজন, কামরুল সহ অর্ধশতাধিক হতদরিদ্ররা জানান, বিনামূল্যে চিকিৎসা সহ ঔষধ পেয়ে আমরা খুব খুশি।

কোস্টগার্ডের দক্ষিণ জোনের সার্জন লে. কমান্ডার শাহনেওয়াজ জানান, কোস্টগার্ডের দক্ষিণ জোনের মেডিকেল টিমের ৬ সদস্যের সমন্বয়ে মেডিকেল টিমের সদস্যরা দূর্গম মনপুরায় বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা দিচ্ছে। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোস্টগার্ডের মেডিকেল টিমের প্রধান সার্জন লে. কমান্ডার এম শাহনেওয়াজ, লে. কমান্ডার তাহসিন, সিপিও আলীম সহ অন্যান্যরা।