অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় ২শত ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণের কাজ উদ্বোধন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২০ রাত ১১:১৩

remove_red_eye

৭২২


মনপুরা  প্রতিনিধি : মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ভোলার মনপুরায় ২ শত ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মানের কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।  বুধবার সকাল ১১টায় উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া মৌজার ২নং ওয়ার্ডে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মানের কাজ উদ্বোধনের শেষে দোয়া ও মোনাজাত করা হয়।  ভূমিহীন ও গৃহহীনদের দুই শতক জমিসহ ঘর করে দেওয়া হবে বলে জানান মোঃ শামীম মিঞা। এছাড়াও আগামী ১৫ জানুয়ারী টেলিকনফারেন্সের মাধ্যমে এই ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সরজমিনে পরিদর্শন করেন ঘর নির্মানের কাজের তদারকির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর কুমার বিশ^াস। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউছুফ হাসান, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলি উল্যাহ কাজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ জুয়েলসহ স্থানীয় ইউপি  সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।