অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় গৃহহীনদের জন্য নির্মিত ঘরের কাজে বাঁধা দেওয়ায় ১ জন আটক


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২০ রাত ১১:১০

remove_red_eye

৫২৪

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে ৭ দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউছুফ হাসান।  বুধবার বেলা ১১ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে খাস জমিতে ঘর নির্মানের সময় এই ঘটনা ঘটে। ঘর নির্মানে বাঁধা দেওয়া আটককৃত ও দন্ডিত ব্যক্তি হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া গ্রামের বাসিন্দা মৃত মুক্তিযোদ্ধা সাইফুল মাষ্টারের ছেলে মোঃ আমিরুল ইসলাম শাহীন (৪২)।  এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গৃহহীনদের জন্য নির্মিত ঘরের কাজে বাঁধা দেওয়ায় একজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।