অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানের সাংবাদিক জাকির আলমের মায়ের ইন্তেকাল


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২০ রাত ০৯:৪৮

remove_red_eye

৫৮৬


দৌলতখান প্রতিনিধি  : দৈনিক মানবজমিন পত্রিকার দৌলতখান প্রতিনিধি সাংবাদিক জাকির আলমের মা  বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর ৬টা ৫০ মিনিটের সময় দৌলতখান পৌর শহরের  নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর দৌলতখান বাজার পৌর শহরে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক  কবরস্থানে দাফন করা হয়েছে। সাংবাদিক জাকির আলমের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন,ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার,  ভবানীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম নবী নবু, দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহিন, দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী জামাল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি  মিজানুর রহমান, দৈনিক আমাদের সময় ও এশিয়ান টেলিভিশনের দৌলতখান প্রতিনিধি রোমানুল ইসলাম সোহেব। তারা মরহুমার আত্মার মাফফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।