অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে শিশু ও বাল্য বিবাহ নিরোধ আইন বিষয়ক ওরিয়েন্টেশন সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২০ রাত ১০:৫৭

remove_red_eye

৪২৭

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে পুলিশ কর্মকর্তা-সদস্যদের নিয়ে শিশু  আইন ও বাল্য বিবাহ নিরোধ আইন বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে লালমোহন থানার নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক রুমে এ সভা হয়। ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর সহযোগিতায় বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা তরান্বিতকরণ (এপিসি) প্রকল্প  প্রশিক্ষনের আয়োজন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।  লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্টের এপিসি জেলা সমন্বয়কারী মো. মিজানুর রহমান, লালমোহন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবী, কোস্ট ট্রাস্টের উপজেলা সমন্বয়কারী মোসা. ফাহিমা আক্তারসহ পুলিশ সদস্যরা। এর আগে ভোলা সদর মডেল থানায় একই বিষয় উপর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর  সার্কেল  মো: মহসিন আল ফারুক। এসময় বিশেষ  উপস্থিত ছিলেন-ভোলা সদর মডেল থানার মডেল অফিসার ইনচার্জ মো: এনায়েত  হোসেন প্রমুখ। এসময় বক্তরা বলেন, বাল্য বিয়ে শিশু নির্যাতন রোধে সরকার বদ্ধ পরিকর। যেখানেই বাল্য বিয়ে কিংবা শিশু সুরক্ষা খুন্ন হয় সেখানেই পুলিশ সদস্যরা এগিয়ে শিশু সুরক্ষায় নিবেদিত ভাবে কাজ করছে। ভবিষ্যৎ  শিশু সুরক্ষা আইন ও বাল্য বিয়ে নিরোধ আইন বাস্তবায়নে কাজ সচেষ্ট ভাবে কাজ করবে।