অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ট্রাক চাপায় শ্রমিক নিহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২০ রাত ১০:৫৯

remove_red_eye

৭১৬



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় একটি ট্রাক চাপা পড়ে মোঃ বাছেদ (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে গেলেও হেলপার মোঃ শিমূলকে আটক   করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে দৌলতখান উপজেলার বাংলাবাজার সংলগ্ন আজিম উদ্দিন এলাকার সড়কের এ ঘটনা ঘটে। নিহত বাসেদ ভোলার সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কোড়ালিয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে বলে জানিয়েছে    পুলিশ।
স্থানীয়রা জানান, আজিম উদ্দিন এলাকার সামনে সড়ক পারাপার করছিল নিহত বাছেদ। ওই সময় চরফ্যাশন থেকে ভোলাগামী ঢাকা মেট্রো-ট-১৩-৪৪৫৩ নাম্বারের একটি মালবাহী দ্রæতগামী ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, নিহত লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ হেলপার শিমূলকে আটক করেছি।