অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২০ রাত ১০:১০

remove_red_eye

৬৬২


 হাসনাইন আহমেদমুন্না : জেলার বোরহানউদ্দিন উপজেলায়  ৪ তলা বিশিষ্ট দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় এমপি আলী আজম মুকুল ভবন দুটির উদ্বোধন করেন। এগুলো হলো হাসাননগর ইউনিয়নের মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয় ভবন ও ভৈরবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ভবন।

নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমুহের উন্নয়ন শির্ষক প্রকল্পের আওতায় ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবন দুটি বাস্তবায়নে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করে।
এখানে এমপি মুকুল বলেন, বর্তমান সরকার শিক্ষাবন্ধব সরকার। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে সরকার নিরলশ কাজ করে যাচ্ছে। যেখানে একসময় সাধারণ পরিবেশে টিনের ঘরে পাঠদান করা হতো। সেখানে সরকার অত্যাধুনিক ডিজাইনে মনোরোম পরিবেশে ৪তলা বিশিষ্ট ভবন করে দিয়েছে। নতুন এ দুটি একাডেমিক ভবনে বিভিন্ন সুজোগ সুবিধা থাকায় শিক্ষার্থীরা পাঠ গ্রহণে বাড়তি উৎসাহ পাবে এবং লেখাপড়ার মান বৃদ্ধি পাবে।


এসময় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, পৌর মেয়র মো: রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্য আলী আজম মুকুল উপজেলার হাসাননগর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সমম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন।