অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে জাটকা ইলিশ জব্দ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২০ দুপুর ১২:৪৯

remove_red_eye

৬২২



তজুমদ্দিন প্রতিনিধি : ১ নভেম্বর থেকে ৩০ জুন দীর্ঘ ৮ মাস জাটকা রক্ষা কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে ভোলার তজুমদ্দিনে উপজেলা সদরে মাছ বাজারে মৎস্য প্রশাসন অভিযান চালিয়ে জাটকা ইলিশ জব্দ করেছে। পরে আটক মাছ উপজেলা চত্ত¡রে এনে গরীব মানুষের মাঝে বিতরণ করেন।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরে জাটকা রক্ষার অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন। এসময় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করে। পরে আটককৃত মাছ উপজেলা চত্ত¡রে এনে এতিমখানা, লিল্লাহ বোডিং ও গরীব মানুষের মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, তজুমদ্দিন থানার এসআই অলিউর রহমান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন সুমন প্রমুখ।