অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা সদর ও গঙ্গাপুরে প্রবীণ দিবস পালিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা অক্টোবর ২০১৯ রাত ১০:৩৫

remove_red_eye

১১১১

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর ধনিয়া ও বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে নানা কর্মসুচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। বয়সের সমতার পথে যাত্রা এ শ্লোগানকে সামনে রেখে দিবসটি পালিত হয়। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ কর্মসুচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষধে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজি গোলাম কবির। প্রবীণ ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ আলমগির মাস্টার বক্তব্য রাখেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক আজাদ হোসেন ও প্রবীন ইউনিয়ন ৮নং ওয়ার্ড সহ-সভাপতি মোঃ সানু তালুকদার। পরিচালনায় ছিলেন সিনিয়র অফিসার নাহিদ আহম্মেদ তারেক।
বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইনিয়নেও আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবির। ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা ফখরুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেগ্রাম অফিসার তৌহিদুল ইসলাম। এসময় সকল উপজেলার কোম্পানী কমান্ডার,সহকারী কমান্ডার,আনসার প্লাটুন কমান্ডার ইউনিয়ন দলপতি ও দলনেত্রী গন উপস্থিত ছিলেন।