অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


কুঞ্জের হাটে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২০ রাত ১২:১৩

remove_red_eye

৬২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ হাওলাদার (৩৫) উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোস গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, আজাদ সকালে তার নিজের নির্মাণাধীন ভবনের তিন তলার ছাদের কার্নিশের ঢালাইয়ের কাঠামোর ওপর দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে তিনি কাঠামো ভেঙে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় তার মৃত্যু হয়। নিহত আজাদ গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল আমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি।