অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে কৃৃষকদের মধ্যে উপকরণ বিতরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০২০ রাত ১০:৪৪

remove_red_eye

৪৪২

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে এসএসিপি প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের ১৯৫০ জন সদস্যদের মধ্যে উচ্ছচমূল্য ও পুষ্টি সমৃদ্ধ বসত বাড়ির সবজি বাগান তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. রাশেদ হাসনাত, উপজেলা কৃষি কর্মকর্তা এ.এফ.এম শাহাবুদ্দিন প্রমূখ ।