অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে ফুটপাত দখল করে ব্যবসা করায় ৭ জনকে জরিমানা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০২০ রাত ১০:৩১

remove_red_eye

৬৯৯

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ফুটপাত  দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে ৭ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা অর্থদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।   মঙ্গলবার (৮ ডিসেম্বর)  দুপুর ১টায় উপজেলার পৌর শহরের দক্ষিণ মাথায় সেলিম চত্বরের আশপাশের জনচলাচলের রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কাওছার হোসেন এ অর্থদÐ দেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন জানান, দীর্ঘদিন ধরে এসব ব্যবসায়ীরা চলাচলের রাস্তা বন্ধ করে ফুটপাতে ব্যবসা করে আসছে। তাদেরকে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হলেও তারা নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা পরিচালনা করায় তাদেরকে এ অর্থদÐ দেয়া হয়েছে। এ ছাড়াও মাস্ক ব্যবহার না করার দায়ে একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।