অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে বিরল প্রজাতির শকুন অবমুক্ত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০২০ রাত ১০:১৭

remove_red_eye

৬১৮

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করে অবমুক্ত করেছের বনবিভাগ । উপজেলার টবগী ০৪ নং ওয়ার্ডের দরগা নামক স্থানে কিছুদিন আগে একটি বিরল প্রজাতির পাখি  গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় ছোট ছোট বাচ্চারা পাখিটিকে নিযয়ে খেলা করা অবস্থায় পাখিটি নজরে আসে ওই এলাকার হাওলাদার ব্রিকস ফিল্ড এর মালিক  জসিম হাওলাদারের ।  তিনি পাখিটি সংরক্ষণ করে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা করে  সুস্থ করে তার এস এন এস ব্রিকফিল্ডে রেখে  বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার কে বিষয়টি অবগত করেন। এলাকার লোকজন পাখিটিকে শকুন  বলে দাবি করলে ও বন বিভাগের প্রমাণে সত্যতা মিলে । পরে মঙ্গলবার বন বিভাগ পাখিটি অবমুক্ত করার জন্য ঘটনাস্থলে আসেন।  বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও জীব বৈচিত্র সংরক্ষণ এর ভোলা জেলা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম,ভোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, বিট কর্মকর্তা মোহাম্মদ মুক্তাদির বিল্লা সহ অন্যান্যরা এসে পাখিটিকে চর জহিরউদ্দিন ৩ নং ক্যাম্পে অবমুক্ত করার জন্য নিযয়ে যায়। এ সময় বনবিভাগ জসিম উদ্দিন হাওলাদার কে পাখিটি সংরক্ষন ও প্রযয়োজনীয় চিকিৎসা দিযয়ে  সুস্থ রাখার জন্য  ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ।