অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চরফ্যাশনে আ’লীগের বিক্ষোভ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২০ রাত ১০:২১

remove_red_eye

৫৩১

চরফ্যাশন প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা  আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফ্যাশন স্কয়ারের শহীদ মিনার চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।এ সময় পৌর আ’লীগের সাধারণ স¤পাদক মনির আহমেদ শুভ্র এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক এস এম মোরশেদ। বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন৷এসময় বক্তারা বলেন, সারা দেশে মুক্তিযুদ্ধ পক্ষের জনগণ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে ভাস্কর্য বিরোধী শক্তিকে পরাজিত করবে৷ উল্লেখ্য,কুষ্টিয়ায় পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু ভাস্কর্য গত শুক্রবার মধ্য রাতে ভাংচুর করে দুর্বৃত্তরা ।