অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে বেতন বৈষম্য নিরসনের দাবীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২০ রাত ১০:২৩

remove_red_eye

৪৩৮

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি অব্যাহত রেখে করেছেন স্বাস্থ্য সহকারীরা। রোববার কর্মবিরতির ১১ তম দিনেও লালমোহন উপজেলার ৬৫ জন স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক। সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা এ কর্মবিরতি পালন করেন। এসময় বক্তারা তাদের দাবী মেনে না নেয়া পর্যন্ত সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে জানান। স্বাস্থ্য সহকারীদের এ কর্মবিরতিতে সেবা গ্রহণকারীরা বিপাকে পড়েছেন। টিকা দান, কিশোরীদের পুষ্টি সেবা, গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী ও পরবর্তী সেবা এবং কমিউনিটি ক্লিনিকে রোগীদের সাধারণ সেবা ব্যাহত হয়েছ। এছাড়াও আগামী ১২ ডিসেম্বর হাম রুবেলা ক্যাম্পেইনও ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।