অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় ৬ দফা দাবীতে ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির মানববন্ধন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২০ রাত ০৮:৫৭

remove_red_eye

৫৮৫


মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় ৬ দফা দাবীতে ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির উদ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করে ক্ষুদ্র মৎস্যজীবি নেতারা। রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 মানববন্ধনে জেলেদের পক্ষে দাবী তুলে বক্তব্যে ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি নাসির মহাজন বলেন, সকল নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে নদী খনন করতে হবে। জেলেদের এফ আই ডি কার্ড সংশোধনে মৎস্যজীবি নেতাদের অংশগ্রহন সহ ঘূর্ণীঝড়, জলোউছ¡াসে ও জলদস্যুদের হাতে নিহত জেলে পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা সহ জীবন বীমার চালু করার দাবী করে ৬ দফা দাবী তুলে ধরেন। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সম্পাদক মামুনুর রশীদ, মৎস্যজীবিলেিগর সম্পাদক কবির মাঝি, মৎস্যজীবি নেতা বাছেদ মেম্বার, নুর আলম মাঝি সহ অন্যান্যরা।