অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ক্রিকেটার তাইজুলকে ২০০ টাকা জরিমানা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৯ সন্ধ্যা ০৭:২৫

remove_red_eye

১৩৯৮

বাংলার কন্ঠ ডেক্স   :  হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলামকে ২০০ টাকা জরিমানা করেছে নাটোরের নলডাঙ্গা থানার পুলিশ। বুধবার বিকেলে নলডাঙ্গা থানার মোড়ে এই জরিমানা করা হয়। নলডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পুলিশের নিয়মিত যানবাহন তল্লাশি চলছিল। এ সময় জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলামের মাথায় হেলমেট না থাকায় পুলিশের দায়িত্বরত কর্মকর্তা তাকে ২০০ টাকা জরিমানা করেন।

পরে তিনি জরিমানার টাকা পরিশোধ করে চলে যান। এ বিষয়ে জানতে চাইলে তাইজুল ইসলাম বলেন, তিনি নাটোর শহরের নিজ বাড়ি থেকে নলডাঙ্গায় ঘুরতে যাচ্ছিলেন। ভুলবশত হেলমেটটি বাড়িতে রেখে যান। এ কারণে পুলিশ ২০০ টাকা জরিমানা করেছে।-যমুনা.টিভি।