অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে বিজ্ঞান মেলার উদ্বোধন


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২০ রাত ১০:২৫

remove_red_eye

৬৪৪

হাসনাইন আহমেদ মুন্না : ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ উপলক্ষে জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। ‘পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্য নিয়ে সোমবার বেলা ১১ টায় মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় এমপি আলী আজম মুকুল।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র তত্ত¡াবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় মেলার আয়োজনে ছিলো উপজেলা প্রশাসন। মেলায় মোট ১৪টি স্টলের ব্যবস্থা রাখা হয়েছে।
এখানে সংসদ সদস্য মুকুল বলেন, বর্তমান সময় বিজ্ঞান ও প্রযুক্তির সময়। আমাদের জীবনের সাথে ওতপ্রতভাবে জড়িয়ে আছে বিজ্ঞান। তাই আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে। কুসংস্কার, অজ্ঞতা ঝেড়ে ফেলে বিজ্ঞান ভিত্তিক চিন্তা করতে হবে। মেলায় আগত ক্ষুদে বিজ্ঞানীরা একসময় সারা পৃথিবী জয় করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জসিমউদ্দিন হায়দার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহমেদ প্রমূখ।