অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


শেখ হাসিনা স্বাস্থ্য বান্ধব সরকার: এমপি মুকুল


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২০ রাত ১০:০৪

remove_red_eye

৬৩২




দৌলতখান প্রতিনিধি : ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, শেখ হাসিনা সরকার স্বাস্থ্য বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। সোমবার দৌলতখান হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা এমপি মুকুলকে ফুলের শুভেচ্ছা জানান। পরে স্বাস্থ্য সহকারীরা ক্রেষ্ট দিয়ে সম্মাননা করেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান।  
এমপি মুকুল আরও বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাড়ে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা হয়েছে। যার মাধ্যমে স্বাস্থ্যসেবা এখন নিভৃত গ্রামে পৌঁছে যাচ্ছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে ২৮ রকমের জরুরী ওষধ দেয়া হয়। প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষজন ওই ওষধ বিনামূল্যে ব্যবহার করতে পারছে। সেখানে দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্মসাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম নবীনবু, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।