অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দূর্গম চরাঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে সরকার: এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২০ রাত ১০:০১

remove_red_eye

৭০৬

ওমর রায়হান অন্তর,লালমোহন : ভোলা-৩, (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উদ্যাগে, ঘরে ঘরে বিদ্যুৎ। তারই ধারাবাহিকতায় লালমোহন-তজুমদ্দিনের এক সময়ের অন্ধকারের জনপদ এখন বিদ্যুতের আলোয় আলোকিত। প্রত্যান্ত অঞ্চলের সকল ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। এখন সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দূর্গম চরাঞ্চলেও বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিচ্ছে সরকার।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে লালমোহন উপজেলায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুতের জোনাল অফিস উদ্বোধন পরবর্তী সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।এমপি শাওন বলনে, সারাদেশের মানুষকে সুখে শান্তিতে রাখাই হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুখ ও স্বপ্ন। আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নত বিশ্বে মডেল হিসাবে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর সততা, ন্যায়, নিষ্ঠা ও রাষ্ট্র পরিচালনার দক্ষতা সারা বিশ্বে প্রশংসার দাবীদার।


পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম শাহীন আহসানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ভোলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ, উপজেলা নিবার্হী কর্মকতা আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মো, রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।