অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২০ রাত ০৯:৫৬

remove_red_eye

৬২৩

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা ও পূনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণী কার্যক্রম উদ্বোধন করেছেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল । সোমবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে দৌলতখান উপজেলা পরিষদ চত্বরে  রবি মৌসুমে প্রাকৃতিক দূর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়া ও রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ২৪৪০ জন কৃষকদের মাঝে  বিনামূল্যে বীজ ও রসায়ানিক সার বিতরণী কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল।  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মনজুর আলম খান, দৌলতখান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু। ভবানীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম নবী নবু, উপ-সহকারি কৃষি অফিসার মোঃ আব্দুস সামি, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা কৃষি অফিসার সাবিনা ইয়াছমিন।