অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে স-মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২০ রাত ১১:২৩

remove_red_eye

৬৫১


দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কাওসার হোসেন পৌর ৩ ও ৪ নং ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি স-মিলে অভিযান চালিয়েছেন। এ সময় স-মিলের সামনের রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে রেখে জন ও যান চলাচলে বিঘœ ঘটানোর অপরাধে তানভির স-মিলের মালিক তানভিরকে দশ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। অপর দু’টি যথাক্রমে রাশেদ পাটোয়ারী ও সাবেক ইউপি চেয়ারম্যান খোকন পাটোয়ারীর স-মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উল্লেখ্য, গত কয়েক দিন আগে রাশেদ পাটোয়ারীর স-মিলের সামনে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রা দুর্ঘটনায় হোটেলের এক কিশোর শ্রমিক নিহত হয়। স্থানীয়রা স-মিলের সামনে রাস্তার পাশে গাছ রাখাকে ওই দুর্ঘটনার কারন বলে দাবি করেন।