অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২০ রাত ১০:৪৫

remove_red_eye

৬৩৩


মনপুরা প্রতিনিধি : পুলিশ হবে জনতার, মুজিব বর্ষের অঙ্গীকার,পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্য সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ভোলার মনপুরায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা সাড়ে ১১ টায় মনপুরা থানার সামনে অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যরাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।এই সময় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার বিভিন্ন দিক-নির্দেশনা বক্তব্যসহ আইজিপির ৫ দফা তুলে ধরনে। এছাড়াও তিনি পুলিশকে সবধরনের সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। এর আগে কমিউনিটি পুলিশিং সভার বিশেষ অতিথি হিসাবে মনপুরার বিভিন্ন অপরাধ ও পুলিশের ভ‚মিকা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, থানা কমিউনিটি পুলিশের সভাপতি ও সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ সহ-সভাপতি একেএম শাহজাহান মিয়া, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর ও মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন।