অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে বিদ্যুতের খুঁটিতেই প্রাণ গেল লাইনম্যানের


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৯ রাত ০৮:৩১

remove_red_eye

৬৪৪

আহমেদ শফী, দৌলতখান ||  ভোলায় বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রতন কুমার দে (৩৪) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ভোলার দৌলতখান পৌরসভার ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত রতন মানিকগঞ্জ জেলার বাসিন্দা। তিনি ভোলা পল্লী বিদ্যুতের সমিতিতে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দৌলতখান পৌরসভার ৪ নং ওয়ার্ডে পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় বিদ্যুতের কাজ করার জন্য খুঁটিতে ওঠেন রতন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতেই তার মৃত্যু হয়। দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।