অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দেশে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২০ রাত ১০:৪২

remove_red_eye

৫৩৬

লালমোহন  প্রতিনিধি : ভোলা-৩ আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের নতুন দিগন্ত  উন্মোচিত  হয়েছে। অর্থনীতির সকলক্ষেত্রে অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে। যার ফলে সারা পৃথিবীতে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে, নন্দিত হচ্ছে। সারা পৃথিবীর বিভিন্ন অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মিডিয়া বিভিন্নভাবে বাংলাদেশকে প্রশংসা করছে। শনিবার বিকালে লালমোহন উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মহান বিজয়ের মাস উপলক্ষে বিজয় র‌্যালি শেষে পৌর শহরের চৌরাস্তার মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির পঞ্চায়েতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ স¤পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমূখ।