অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২০ রাত ১০:২৩

remove_red_eye

৭৭০

উন্নয়ন কাজ পরিদর্শন


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায়  মায়ের নামে প্রতিষ্ঠিত “ছাবেরা ফাউন্ডেশ” এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। শুক্রবার চরফ্যাসন পৌরসভার ৫নং ওয়ার্ডে অনুষ্ঠানের মাধ্যমে সহ¯্রাধি হত দরিদ্রদের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন। এর আগে তিনি এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে অংশ নেন।
অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন সরকারি সফরে বুধবার ভোলায় আসেন।  ওইদিন স্থানীয় সরকার বিভাগের আওতায় এলজিইডি কর্তৃক বাস্তবায়নকরা  চরফ্যাসন উপজেলার শশীভূষণ থেকে চেয়াম্যান বাজার,  কাশেম মিয়ার হাট সড়কের রক্ষণাবেক্ষণ কাজ, জেলা পরিষদের ডাক বাংলো নির্মাণের কাজ, উপজেলা পরিষদ ভবনসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করেন। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহি অফিসার মোঃ রুহুল আমিন, ভোলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোশাররফ হোসেন। বৃহস্পতিবার সকালে তিনি জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে বিষেশ মতবিনিময় সভা করেন। ওইদিন দুপুরে তিনি এলজিইডির উর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকের নিয়ে সভা করেন। এসময় তিনি সরকারের উন্নয়ন কর্মকাÐ সঠিকভাবে, যথাসময়ে ও আন্তরিকতার সহিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সকার মোহাম্মদ কায়সার সহ জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তার বক্তব্য রাখেন। আজ শনিবার তার ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করার কথা রয়েছে।
উলেখ্য তার জিন্নাগড় ইউনিয়নে মায়ের নামে ফাউন্ডেশন, মসজিত, এতিমখানা, নুরানী মাদরাসা তৈরী করে দীর্ঘ দিন থেকে সমাজসেবা করে আসছেন মেজবাহ উদ্দিন।