অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে অন্ত:সত্ত্বাসহ ৪ জনকে পিটিয়ে আহত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২০ রাত ১০:২০

remove_red_eye

৫৮৮

লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে অন্ত:সত্ত্বাসহ ৪জনকে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকার সেকান্তর মাষ্টার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, মোসা. বিউটি বেগম (৪০), তার অন্ত:সত্ত্বাসহ মেয়ে আছিয়া বেগম (২৫), রুবিনা (১৬) ও ছেলে রায়হান (৯)। এদের মধ্যে বিউটি বেগম ও আছিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
আহত বিউটি বেগম বলেন, তাদের পুকুরের ঘাটে ছেলে রায়হান পা ধুতে গেলে তার দেবর বশিরের স্ত্রী ইয়াছমিন রায়হানকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে বিউটি বেগমের মেয়ে আছিয়া ও রুবিনাকে মারধর করে বশির, তার স্ত্রী ইয়াছমিন ও ছেলে মাহি। পরে বিউটি বেগম নিজে ঘটনা জানার জন্য গেলে তাকেও বেধড়ক মারধর করে তারা। এতে গুরুতর আহত হলে তাদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিউটি বেগম ও তার মেয়ে আছিয়া লালমোহন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে বলে জানান বিউটি বেগম।