অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে অষ্টাদশী যুবতীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২০ রাত ১০:১২

remove_red_eye

৭২৫

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে অষ্টাদশী এক যুবতীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মধ্যমেঘনায় অবস্থিত উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ মদনপুর ইউনিয়নে। ধর্ষণ চেষ্টার শিকার মেয়েটি নিজে বাদি হয়ে ওই ইউনিয়নের চরপদ্মা গ্রামের ৮ নং ওয়ার্ডের আবদুল মাঝির ছেলে মন্নানের বিরুদ্ধে দৌলতখান থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন।
 অভিযোগকারী জানান, গত এক বছর যাবত তারই প্রতিবেশী আবদুল মাঝির ছেলে মন্নানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমেরে সম্পর্কের সুযোগ নিয়ে গত বুধবার গভীর রাতে মন্নান জরুরী কথা আছে বলে ঘর থেকে ডেকে পাশের একটি কলাগাছের ঝোপের কাছে নিয়ে যায়। কথাবার্তার এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই মন্নান তাকে জোর করে কলাগাছের ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় তার ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে রুহুল আমিন সরকার বাড়ি নিয়ে আসে। ঘটনা শুনে মন্নানের বাবা মা এসে পরদিন (বৃহস্পতিবার) সকালে সালিশ বসিয়ে বিচার করা হবে বলে মন্নানকে চড় থাপ্পর মেরে নিয়ে যায়। এর পর থেকে মন্নান এলাকায় পলাতক রয়েছে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার উপ পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, অভিযোগ তদন্তসাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।