অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে ভূমি অফিস কর্মচারীদের কর্মবিরতি,সেবাগ্রহিতাদের ভোগান্তি


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২০ রাত ১০:০৮

remove_red_eye

৫৯৬



লালমোহন  প্রতিনিধি : বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি ঘোষিত তৃতীয় শ্রেণির কর্মচারীদের (১১-১৬) পদবি পরিবর্তনসহ সচিবালয়ের ন্যায় নিয়োগ বিধি প্রনয়নের দাবীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে লালমোহন ভূমি অফিসের কর্মচারীরা। বুধবার ৯বম দিনের মত এ কর্মসূচি পালন করেন তারা। এতে করে ব্যাহত হচ্ছে ভূমি অফিসের বিভিন্ন সেবা। সকাল থেকেই দেখা গেছে কর্মচারীদের কর্মবিরতির কারণে সেবাগ্রহিতারা ভূমি অফিস থেকে ফিরে যাচ্ছেন। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
কর্মবিরতিতে থাকা ভূমি অফিসের নাজির মো. আসাদুল ইসলাম বলেন, আমাদের কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালন করছি। আপাতত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এ কর্মসূচি। এরমধ্যে যদি আমাদের দাবী মেনে নেয়া না হয় তাহলে এ কর্মসূচির সময় আরও বৃদ্ধি করা হবে। এসময় ভূমি অফিসের সকল ধরনের সেবামূলক কর্মকাÐ বন্ধ থাকবে।