অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২০ রাত ০৯:৫৪

remove_red_eye

২৪৫৫

চরফ্যাশন প্রতিনিধি : স্থানীয় সরকার বিভাগের আওতায় এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। বুধবার  উপজেলার শশীভূষণ থেকে চেয়ারম্যান বাজার, শুক্ররের দোকান থেকে কাশেম মিয়ার হাট সড়কের রক্ষণাবেক্ষণ কাজ, জেলা পরিষদের ডাক বাংলো নির্মাণের কাজ, উপজেলা পরিষদ ভবন পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহি অফিসার মোঃ রুহুল আমিন, ভোলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোশাররফ হোসেন প্রমূখ।
বৃহস্পতিবার তিনি জেলা সদরের উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করবেন এবং  এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করবেন।