অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২০ রাত ০৯:০০

remove_red_eye

৫৭৫

 

হাসনাইন আহমেদ মুন্না : বোরহানউদ্দিন উপজেলায় মাস্ক না পড়া ও ব্যবসায়ীদের ডিলিং লাইসেন্স না থাকার দায়ে ১৫ জনকে ১১ হাজার ৪’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট সালেহ আহমেদ’র নেতৃত্বে উপজেলা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় মাস্ক না থাকার অপরাধে ৯ জনকে ৪ হাজার ৪’শ ও ডিলিং লাইসেন্স না থাকায় ৬ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী মেজিস্ট্রেট সালেহ আহমেদ জানান, অভিযানে মোট ১৫টি মামলা হয়েছে। আজকের অভিযানে প্রতিজনকে সর্বনিন্ম ২’শ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।