অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলার কাব্যাঙ্গনের আয়োজনে শুরু হচ্ছে অনলাইন শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২০ সন্ধ্যা ০৭:৫৮

remove_red_eye

১১৫৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার অন্যতম আবৃত্তি সংগঠন কাব্যাঙ্গনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম অনলাইন শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা। আগামী ৪ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে দশটায় এই কর্মশালা শুরু হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের সভাপতি এডভোকেট জয়ন্ত বিশ্বাস। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক ও নন্দিত আবৃত্তিশিল্পী জনাব আহকমউল্লাহ আকমের এই কর্মশালার উদ্বোধন করার কথা রয়েছে।সংগঠন সুত্রে জানা যায়, চার মাস ব্যাপী এই কর্মশালায় ক্লাশ নেবেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রথিতযশান বাচিকশিল্পীগণ। প্রতি শুক্রবার সকাল থেকে টানা দুই ঘন্টা ক্লাশ নেওয়া হবে।কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের সনদপত্রও প্রদান করা হবে। যদি এই প্রথমবারের অনলাইন কর্মশালায় আগ্রহীদের পাওয়া যায়, তবে ভবিষ্যতে এর কলেবর বৃদ্ধি করা হবে বলে জানান কাব্যাঙ্গনের প্রশিক্ষণ প্রধান অতনু করঞ্জাই। আগামী ২ ডিসেম্বরের মধ্যে যারা অনলাইনে আবেদন করবেন, তাদের নিয়েই শুরু হবে এই কর্মশালা।





আরও...