অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে বৃক্ষ রোপন করলেন বিভাগীয় কমিশনার


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২০ রাত ০৮:০২

remove_red_eye

৭৫৩

তজুমদ্দিন সংবাদদাতা : বরিশাল বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড.অমিতাভ সরকার সরকারী সফরের অংশ হিসাবে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিদর্শন করেছেন। এসময় তিনি মেঘনার চর পরিদর্শন ও উপজেলা চত্তরে বৃক্ষ রোপন করেন। ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক সফর সঙ্গী ছিলেন। বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন সফরকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কে অভ্যর্থনা জানান তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, বোরহানউদ্দিন নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান, সহকারী কমিশনার ভূমি মোঃ সোয়েব আহমেদ, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ফাতেমা বেগম সাজু, উপজেলা প্্রকৌশলী বিপুল কুমার অধিকারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান, প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদী প্রমুখ।